Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ওজোপাডিকো

সরকার বিদ্যুৎ সেক্টরের উপর সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছেন এবং ২০২১ সালের মধ্যে দেশের সকল নাগরিককে বিদ্যুৎ সুবিধা প্রদানের অঙ্গীকার গ্রহন করেছেন। সরকার এ লক্ষ্যে, কতিপয় সংস্কার কর্মসূচী গ্রহন করেছেন। সংস্কার কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যুৎ সেক্টর বিভাজনসহ বিদ্যুৎ উৎপাদন, পরিচালন ও বিতরণ ব্যবস্থায় সিস্টম লস হ্রাসকরণ ও আর্থিক অবস্থা শক্তিশালী করণের লক্ষ্যে পাবলিক লিমিটেড কোম্পানী আইন/১৯৯৪ এর অধীনে নভেম্বর/২০০২ সালে বিদ্যুৎ বিতরণ কোম্পানী হিসেবে ওজোপাডিকো গঠন করা হয়। পহেলা অক্টোবর, ২০০৩ সালে বিউবোর বিতরণ, পশ্চিমাঞ্চল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ভৌগোলিক এলাকা বাদে, খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর বিভাগের ২১টি জেলা ও ২০টি উপজেলায় কর্মরত মানবসম্পকে ওজাপাডিকোতে লিয়েনে হস্তান্তর করা হয়। চুক্তি সম্পাদনের পর পহেলা এপ্রিল, ২০০৫ সালে ওজোপাডিকো স্বাধীনভাবে তৎকালীন বিউবোর বিতরণ পশ্চিমাঞ্চলে তার নিজস্ব কার্যক্রম শুরু করেন। ১৬ ডিসেম্বর, ২০০৭ সালে লিয়েন শেষে বিউবোর বিতরণ, পশ্চিমাঞ্চলে লিয়েনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীগণ ওজোপাডিকোর চাকুরীতে যোগদান করেন।

 

ক্রমিক বিষয়বস্তু  বর্ণনা
ভৌগোলিক এলাকা  খুলনা বিভাগ, বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের বৃহত্তর ফরিদপুর অঞ্চল।
আওতাধীন জেলা সমূহের নাম (২১ টি)  খুলনা বিভাগঃ 
১. খুলনা ২. বাগেরহাট ৩. সাতক্ষীরা ৪. যশোর ৫.নড়াইল  ৬. ঝিনাইদহ ৭. মাগুরা ৮. কুষ্টিয়া ৯. মেহেরপুর এবং ১০. চুয়াডাঙ্গা।
ঢাকা বিভাগঃ
১১. ফরিদপুর ১২. রাজবাড়ি ১৩. মাদারীপুর ১৪. শরিয়তপুর এবং ১৫. গোপালগঞ্জ। 
বরিশাল বিভাগঃ
১৬. বরিশাল ১৭. ঝালকাঠি ১৮. পিরোজপুর ১৯. পটুয়াখালী ২০.বরগুনা এবং ২১. ভোলা।
আওতাধীন উপজেলা সমূহের নাম (২০ টি) খুলনা বিভাগঃ 
১. ফুলতলা ২. মংলা ৩. কালীগঞ্জ ৪. কোটচাঁদপুর  ৫. মহেশপুর ৬. শৈলকুপা ৭. আলমডাংগা ৮. ভেড়ামারা এবং ৯. কুমারখালী ।
ঢাকা বিভাগঃ
১০. পাংশা ১১. গোয়ালন্দ ১২. মধুখালী ১৩. সদরপুর এবং ১৪. ভাংগা।
বরিশাল বিভাগঃ
১৫. ভান্ডারিয়া ১৬. নলছিটি ১৭. কাঁঠালিয়া ১৮. বোরহানউদ্দীন  ১৯. চরফ্যাশন এবং ২০. মনপুরা।
পরিচালন ও সংরক্ষন সার্কেলের সংখ্যা (৬ টি) খুলনা, যশোর, ফরিদপুর, কুষ্টিয়া, বরিশাল এবং পটুয়াখালী।
ইলেকট্রিক সাপ্লাই ইউনিট (ইএসইউ) এর সংখ্যা  ৪৮ টি
ভৌগোলিক আয়তন (বর্গ কিলোমিটার)  ৪১৯০.২০ বর্গ কিলোমিটার
মোট গ্রাহক সংখ্যা (এপ্রিল-২০২২ পর্যন্ত)  ১৪,২০,২১৪ জন 
প্রি-পেইড গ্রাহক সংখ্যা (এপ্রিল-২০২২ পর্যন্ত)  ৪,৩২,৮২৯ জন (সিঙ্গেল ফেজ: ৪,২১,৩২৯, থ্রি-ফেজ: ১১,৫০০)
বিদ্যুৎ শক্তি আমদানি (২০২১-২২ অর্থবছর)
(জুলাই/২০২১-এপ্রিল/২০২২)
৩০৫০.৯২৬ মিঃ কিঃ ওঃ ঘঃ 
১০ বিদ্যুৎ শক্তি বিক্রয় (২০২১-২২ অর্থবছর)
(জুলাই/২০২১-এপ্রিল/২০২২)
২৮৩৪.৭২৫ মিঃ কিঃ ওঃ ঘঃ 
১১ সিস্টেম লস (২০২১-২২ অর্থবছর)
(জুলাই/২০২১-এপ্রিল/২০২২)
৭.৫৮%
১২ গড় মাসিক বিল (২০২১-২২ অর্থবছর)
(জুলাই/২০২১-এপ্রিল/২০২২)
২১০৩.০৫৮ মিঃ টাকা  
১৩ গড় মাসিক আদায় (২০২১-২২ অর্থবছর)
(জুলাই/২০২১-এপ্রিল/২০২২)
২০৭২.১০৯ মিঃ টাকা 
১৪ আদায় আমদানি রেশিও (সি আই রেশিও)
(জুলাই/২০২১-এপ্রিল/২০২২)
৯১.৫৫
১৫ আদায় বিল রেশিও (সি বি রেশিও)
(জুলাই/২০২১-এপ্রিল/২০২২)
৯৮.৫৩
১৬ বিতরন উপকেন্দ্র ও লাইন
৩৩/১১ কেভি উপকেন্দ্র (ক্যাপাসিটি সহ) 
৭২ টি, ১৭৯৩.৪৫ এমভিএ
  ৩৩ কেভি লাইন ১৮৮৪.১০ কিঃ মিঃ
   ১১ কেভি, ১১/০.৪ কেভি, ০.৪ কেভি লাইন  ১০৫৪১.০০ কিঃ মিঃ
 
  মোট ১২৪২৫.১০ কিঃ মিঃ
১৭

বিতরন ট্রান্সফরমার

১১/০.৪ কেভি ট্রান্সফর্মার (ক্যাপাসিটি সহ) 

৯৮১২ টি, ১৮২৩.৩৫৫ এমভিএ
১৮ সর্বোচ্চ চাহিদা

অফপিক - ৬৪০.০ মেঃ ওঃ

পিক     - ৬৬৭.০ মেঃ ওঃ।

১৯ সোলার স্থাপনা  নিজস্ব স্থাপনা- ১১৪ টি - ৩২.৪১২ কিঃ ওঃ পিক, 
গ্রাহক পর্যায়ে- ৩০৯১ টি- ১০১৪.৫৭ কিঃ ওঃ পিক
২০ প্রি-পেমেন্ট মিটার স্থাপনের সংখ্যা  ১-ফেজ: ৭০,৮২৬ টি ও ৩-ফেজ: ২,৪২৫ টি, মোট: ৭৩,২৫১ টি
২১

স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের সংখ্যা

(২০১৮-১৯ অর্থবছর)

১-ফেজ: ৯৫,০৬৭ টি ও ৩-ফেজ: ৩৩৪ টি, মোট: ৯৫,৪০১ টি
২২ স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের সংখ্যা  (২০১৯-২০ অর্থবছর) ১-ফেজ: ৪৬,১১৭ টি ও ৩-ফেজ: ২,৪৫০ টি, মোট: ৪৮,৫৬৭ টি
২৩

স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের সংখ্যা

 (২০২০-২১ অর্থবছর)
 

১-ফেজ: ১,৪৫,৭৮৩ টি ও ৩-ফেজ: ৪,৯৫৫ টি, মোট: ১,৫০,৭৩৮ টি
২৪

স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের সংখ্যা

 (২০২১-২২ অর্থবছর, এপ্রিল-২০২২ পর্যন্ত)

১-ফেজ: ৬৩,৩৯৪ টি ও ৩-ফেজ: ১,৪৭৮ টি, মোট: ৬৪,৮৭২ টি
২৫ নেট মিটার স্থাপনের সংখ্যা  ২৪০ টি, ১১১০.১১ কিঃ ওঃ পিক
২৬ কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা
 
কর্মকর্তা ৩৭৯
কর্মচারী ১২৬৮
মোট ১৬৪৭